ভিকটিম ব্লেইমিং ছেড়ে দিয়ে প্রশ্ন তুলুন এটা হত্যা না আত্মহত্যা?

শান্তা মারিয়া:
ভিকটিম ব্লেইমিং ছেড়ে দিয়ে লম্পট সায়েমের কথা বলুন আর প্রশ্ন তুলুন এটা হত্যা না আত্মহত্যা? এসব বিষাক্ত ধনী অপরাধীদের মুখোস খুলুন।
মেয়েটির যে বর্ণনা পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে সে অনেক কিছু পাড়ি দিয়ে এসেছে, জীবনের অনেক অভিজ্ঞতা তাকে নিতে হয়েছে। কারণ বাবা মা হারানো এতিম একটি মেয়ে। সে এত সহজে আত্মহত্যা করবে, এত ইমোশোনাল হবে এটা আমার কাছে কিছুতেই মনে হচ্ছে না। বরং মেয়েটিকে মেরে ফেলা হয়েছে কিনা সেটি ভালোভাবে তদন্ত হওয়া দরকার সবার আগে। এই ধরনের দুর্বৃত্ত ধনীরা রাতকে দিন করতে পারে টাকার জোরে।
তারা এমন অনেক মেয়ের জীবন নষ্ট করে অভ্যস্ত। এইসব লম্পট ধনীদের বিরুদ্ধে আওয়াজ তোলার সময় এসেছে বৈকি। বদমাশ সায়েমের বিরুদ্ধে এবং এর মতো অন্য বদমাশদেরও সামাজিকভাবে বয়কট করুন। ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করি।
আর যারা এসব বদমাশ লোকদের চামচাগিরি করে তাদের প্রতি ঘৃণা ও ঘৃণা।
শান্তা মারিয়ার ফেসবুক থেকে নেয়া