Type to search

সম্পাদকীয় ও মতামত

ইসলামের নবীকে অপমান : নীরব কেন বাংলাদেশ সরকার ?

 

 

স্বপ্না গুলশান:

 ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মুসলিম জাতির সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী  হজরত মুহাম্মদ সা: কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করার বিষয়কে সমর্থন করা হয়েছে । একারনে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড বইছে মুসলিম দেশগুলোতে। সেখানে বাংলাদেশ সরকার একবারেই চুপ !  কি কারনে মুসলিম  প্রধান দেশ হিসেবে একেবারেই চুপ  শেখ হাসিনার সরকার ?

যাহোক, বরাবরই দেখে আসছি যে কোন বিষয়ে ভারত যা অনুসরন করে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত সরকার ও তাই করেন। এবার ও তার ব্যতিক্রম হয়নি বা হবেনা মনে হচ্ছে । নবী তো মুসলিম জাতির । তাই ভারতের  নিন্দা জানানোর প্রশ্লই আসেনা  বরং খুশীই  মুসলিম বিদ্বেষী মোদীর সরকার ।

শেখ হাসিনা  নিজেকে মনে প্রানে ধর্মপ্রান মুসলিম  দাবী করেন বলে আমার বিশ্বাস । তারপরও হজরত মুহাম্মদ সা: কে নিয়ে এত বড় অপমানজনক কার্টুন প্রকাশ করা হলো অথচ মুসলিম প্রধান দেশ হিসেবে শেখ হাসিনার সরকার একবারেই নীরব- বিষয়টি আপনাদের অনেকের মতো আমাকে ও অবাক করেছে । আমি বিদেশে বাস করে ও একজন সাংবাদিক ও সচেতন মানুষ হিসেবে বাংলাদেশের জনগন ও সরকারের ভাবগতি নানাভাবে বোঝার চেষ্টা করি। অনেক সময় ব্যয় ও করি এটার পিছনে । আর বিদেশে বাস করলে ও দেশটা তো বিক্রি করে আসিনি ।

খুব জানতে ইচ্ছা করে- সরকারের উপদেষ্টা কারা বা কি কুটনীতিক চাল আছে এখানে তা আমার বোধগম্য নয় , যদি ও দীর্ঘদিন কুটনৈতিক বীটে সাংবাদিকতা করে আসছি আমি। একজন মুসলিম হিসেবে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ সা: কে ভালবাসি ও সবকিছুর উর্ধে স্থান দিই। তাই আমার ধর্ম বিশ্বাস ও নবীকে নিয়ে ব্যঙ্গ করলে আপনাকে আমি  বন্ধু বা শুভাকাংখী  ভাবতে পারিনা।

 আপনি আমার ধর্মকে সন্মান করুন আমি ও তেমনটি করবো আপনার ক্ষেত্রে।

আমি সাম্প্রদায়িক নয় তবে আপনি আমার ধর্ম নিয়ে ব্যঙ্গ করবেন আর সেটার প্রতিবাদ করলেই আমাকে সাম্প্রদায়িক বলবেন তা তো হবেনা । আয়নায় নিজের চেহারা দেখুন তারপর মন্তব্য করুন কে সাম্প্রদায়িক আর কে অসাম্প্রদায়িক। ইসলাম শান্তির ধর্ম। সেখানে জংগীবাদের কোন স্থান নেই। 

 

অমুসলিমদেরকে বলি যে, কেউ যদি হিন্দু ধর্মের গীতা ও খ্রীস্টান ধর্মের বাইবেল নিয়ে বিরুপ মন্তব্য করে কেমন লাগবে আপনাদের ? আসলে ইসলাম ধর্ম নিয়ে অন্যান্য ধর্মের অনুসারীরা সবসময় আতংকে থাকে । কারন এ বিশ্বে ইসলামই একমাত্র চিরন্তন ধর্ম । এর বেশী কোন মন্তব্য করবনা আমি । যাদের এ ধর্ম নিয়ে বহু ধরনের এলার্জি আছে তাদের বলব মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরানে কি লেখা আছে জানুন , পড়ুন তারপর ইসলাম ও মুসলিমদের নিয়ে মন্তব্য করুন ।

 

কোটি কোটি মুসলিমের প্রানের প্রিয় নবী কে নিয়ে ব্যঙ্গাত্নক কার্টুন প্রকাশ করে বিশ্বকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্রান্স । ইসলাম ধর্ম নিয়ে ভুল ব্যাখ্য ও মন গড়া কথা বার্তা বলছেন  ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো মুসলিম হিসেবে আসুন আমরা ফ্রান্সের এধরনের অনৈতিক ও উস্কানীমুলক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানায়।

আমরা আশা করি, বাংলাদেশ সরকার ঢাকাস্থ  ফরাসী রাষ্ট্রদুতকে ডেকে তীব্র  প্রতিবাদ জানাবেন । কোটি কোটি মুসলিমের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার অপরাধে ক্ষমা  চাইতে হবে ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো কে। পাশাপাশি  বর্জন  করা হোক ফরাসী সব পন্য সামগ্রী।

 

(লেখক এবিসিবি নিউজের সম্পাদক ) 

Tags:
Translate »