কে বাঁচাবে নারী নামের এই মা বোন জায়া কন্যাদের?
নারী নির্যাতন। ছবি: সংগৃহীত
অজয় দাশগুপ্ত :
নোয়াখালীর ঘটনা জেনে অাপনি বিচলিত? অামি কিন্তু না। সামাজিক মিডিয়ার এই হা হুতাশ অার উত্তেজনা কাঁপিয়ে অাসা জ্বরের মতো। ডাক্তার জানে, দু একদিনের ভেতর শক্তিশালী তদন্ত কমিটি নামের এন্টিবায়োটিক অার “কাউকে ছাড় দেয়া হবে না” নামের সিরাপ খাওয়ালেই এই উত্তেজনা কমে যাবে।
তখন অাপনি, অামি অপেক্ষা করবো নতুন কোন নোয়াখালী ঘটনার জন্য। লজ্জা ওদের না অামাদের অাসলে? ক দিন পরপর এমন ঘটে ওরা দাঁত বের করে, প্যান্ট লুঙ্গি
পা’জামার ভেতর থেকে লিঙ্গ বের করে হাসে অার মিডিয়ার শিরোনাম হয়। অাপনি নিজেই দেখুন, এইসব ইতর সন্তানের ছবিতে সামাজিক মিডিয়া সয়লাব কি না?
লাভ নাই। কাঁন্দিয়াও লাভ নাই। অাহাজারীতেও ফায়দা নাই। সেপ্টেম্বরের ঘটনা অক্টোবরে তামাদি, ঘরে ঘরে অার কতো এমন সেপ্টেম্বর ঘটনা অাছে সেটাই বিষয়।
অাইন অাছে, বিচার কই? বিচার অাছে শাস্তি কই? শাস্তি অাছে তো প্রতিরোধ কই? কবেই সব ধুয়ে মুছে গেছে।
ভালো চিন্তা, ভালো কথা, ভালো কবিতা, ভালো গান, ভালো নেতা, ভালো অভিনেতা, ভালো মানুষ সব ডুবে গেছে, ভেসে অাছে শুধু নারী অার নরসুন্দরের বিকৃত যৌন ছুরি।
নারী জাগলেই হয়তো কিছু হবে। কিন্তু তাদের জাগাবে কে? কোথায় তাদের ভরসা?
নোয়াখালী তো সামাজিক মিডিয়া, ইনবক্স, অালাপ, দেখায়ও ভর করে অাছে। কে বাঁচাবে নারী নামের এই মা বোন জায়া কন্যাদের? তাদের শরীরে যে অারো কিছু থাকে মন থাকে আত্মা থাকে কে শেখাবে অামাদের? হায় নোয়াখালী, হায় নারী, তুমি নিজেই জানো না কোথায় এর শেষ?