লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ৩৯৬ জনকে টিকিট প্রদান
![](https://www.abcb.news/wp-content/uploads/2020/09/image-342446-1599495389-728x394.jpg)
স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধনকারী ৩৯৬ জন অবৈধ প্রবাসীর মাঝে বৈরুত বাংলাদেশ দূতাবাস টিকেট বিতরণ করেছে। রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় দূতাবাস প্রাঙ্গণে এ টিকিট বিতরণ করা হয়।
বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান বৈরুত দূতাবাসে যোগদানের পর আটকেপড়া লেবানন প্রবাসীদের দেশে ফিরতে বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ৬ষ্ঠ ফ্লাইটে ৩৯৬ জন প্রবাসীকে নিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর সোয়া চারটায় রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবে।
গত বছর সেপ্টেম্বরে দেশে ফিরতে প্রায় সাড়ে ৭ হাজারের বেশি অবৈধ প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন।
এদিকে ১ বছরের জরিমানার দেয়া টাকা এ দেশের সরকার মাপ করায় যাত্রীদেরকে সেই টাকা দূতাবাস ফেরত দেয়।
লেবাননে এই সংকটময় অবস্থায় দেশে ফিরতে পারা ও জরিমানার টাকা ফেরত পেয়ে দূতাবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রবাসী বাংলাদেশীরা।