রোমানিয়া সীমান্তে ট্রাক থেকে উদ্ধার বাংলাদেশিসহ ৪৭ জন
ইউরোপের দেশ রোমানিয়ার পশ্চিম সীমান্তে দুটি ট্রাক থেকে ৪৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে, যাঁদের অধিকাংশই বাংলাদেশি। উদ্ধার হওয়াদের মধ্যে কয়েকজন পাকিস্তানিও রয়েছেন। তাঁরা ‘অবৈধভাবে’ রোমানিয়ায় প্রবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ট্রাকচালককে আটক করেছে সীমান্ত পুলিশ। তাঁদের একজন তুরস্ক ও অন্যজন বেলারুশের নাগরিক।
মিনারেল ওয়াটার বহনকারী আরেকটি ট্রাকে পাওয়া যায় আরও ২৩ অভিবাসনপ্রত্যাশীকে। এটি চালাচ্ছিলেন বেলারুশের নাগরিক। ওই ট্রাকের ভেতরে একটি ভুয়া দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা সবাই ছিলেন বাংলাদেশের নাগরিক। তাঁদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে। এ দুই ঘটনায় চালকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রোমানিয়ার পুলিশ। তাঁদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।
এবিসিবি/এমআই