Type to search

কমিউনিটি

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নাদিহার মৃত্যু

আমেরিকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলী। বুধবার (৬ ডিসেম্বর) শিকাগো বিমানবন্দরের কাছে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা নাদিহা আলী (৩৭)। আমেরিকায় জানাজার পর নাদিহা আলী দাফন সেখানেই সম্পন্ন হবে বলে জানা গেছে।
নাদিহা আলীর মৃত্যুতে ইউনিক গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এবিসিবি/এমআই
Translate »