Type to search

কমিউনিটি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। কামাল নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় ভোরে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির কেলান্তান রাজ্যের কোতা বারু জেলা থেকে কুয়ালালামপুরগামী এক্সপ্রেস যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই বাংলাদেশি ছাড়াও নিহত হয়েছেন আরও দুইজন। আহত হয়েছেন অন্তত সাতজন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে।

লিপিস জেলা পুলিশ প্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানিয়েছেন, কুয়ালা লিপিস শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাহাং রাজ্যের কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে বাসটি ১৮ যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।

এবিসিবি/এমআই

Translate »