ভিক্টোরিয়ায় কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশী এনামুল হক
কমিউনিটি ডেস্ক :
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবাসী বাংলাদেশী ড. এনামুল হক। তিনি গ্রেটার জিলং সিটি কাউন্সিলের উইনডামিয়ার ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন।
ড. এনামুল হক সিডনি সিডনি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল এন্ড বয়োমলিক্যুলার ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি শেষ করে উলংগন বিশ্ববিদ্যালয়, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় ও ডিকিন বিশ্ববিদ্যালয়ে গবেষক পদে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে মেলবোর্নের আর এম আইটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
ড. এনামুল হক অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটি ও সংগঠনের সাথে জড়িত থাকার পাশাপাশি সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের প্রেসিডেন্ট, সিডনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, অরকা অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ সদস্য, জিলং চেম্বার অফ কমার্স এর সদস্য। এছাড়াও তিনি বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল জার্নালের বোর্ডের সদস্য।
ড. এনামুল হক জানান, সিটি কাউন্সিল নির্বাচন নিয়ে শুরু করলাম এবং ভবিষ্যতে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার মূল ধারার রাজনীতিতে বাংলাদেশিরা অনেক পিছিয়ে আছে তাই যোগ্যতা সম্পর্ণ ব্যাক্তিরা এগিয়ে আসলে এতদিনে হয়তো বাংলাদেশী এমপি, মন্ত্রী থাকতো অস্ট্রেলিয়ার পার্লামেন্টে। সিটি কাউন্সিল নির্বাচনের পর তিনি অস্ট্রেলিয়ার মূল ধারার রাজনীতিতে যোগ দিবেন বলেও জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার সরকার কাঠামো তৈরির নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে আনন্দিত অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা। উল্লেখ্য করোনার জন্য ডাকযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন অক্টোবরের ৬ তারিখ থেকে স্থানীয় সকল ভোটারের ঠিকানায় ব্যালট পেপার সরবরাহ করবে।