Type to search

কমিউনিটি

বাংলাদেশের জন্য শ্রমবাজার খুলে দিলো মালদ্বীপ

বন্ধ থাকা জনশক্তি রপ্তানির দেশ মালদ্বীপে এবার বাংলাদেশি অদক্ষ  কর্মী  নেবে। গত ১৭ ডিসেম্বর মালদ্বীপের সরকারি গেজেটে প্রকাশিত এক বিবৃতিতে  দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় স্থানীয় গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করে বলা হয়, বাংলাদেশি শ্রমিক নিয়োগ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে।

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খোলার মধ্য দিয়ে দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার হবে বাংলাদেশিরা। তেমনিভাবে জনশক্তি রপ্তানির ফলে বৈধ পথে রেমিট্যান্সপ্রবাহ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেন প্রবাসীরা।

এ ব্যাপারে মালদ্বীপের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, ‘গত ৫ বছরে মালদ্বীপে বাংলাদেশি অদক্ষ শ্রমিক আনার নিষেধাজ্ঞা থাকলেও ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে এলে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রমবাজার উন্মুক্ত করার জন্য গুরুত্ব আরোপ করে অনুরোধ জানান। তারই ধারাবাহিকতায় বর্তমান নৌবাহিনীর প্রধান তৎকালীন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম নাজমুল হাসানের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার প্রচেষ্টায় আজকের শ্রমবাজার  খোলার সফলতা। এর শতভাগ সফলতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’

এবিসিবি/এমআই

Translate »