পর্যটকদের জন্য কানাডায় কাজের সুযোগদ
কানাডা পর্যটকদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়িয়েছে। ট্রুডো প্রশাসন এই সময়কাল আরও ২ বছরের জন্য বাড়িয়েছে, যার অর্থ এই যে যারা পর্যটন ভিসায় দেশে অবস্থান করছেন তারা সেখানে কাজ করতে পারবেন। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, যাদের পর্যটন ভিসায় গত ১২ মাস ধরে ওয়ার্ক পারমিট ছিল তারাও আবার আবেদন করতে পারবেন। ২০২০ সালের ২৪ আগস্ট কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী মার্কো ইএল মেন্ডিসিনো কানাডায় কাজের জন্য আবেদন করার জন্য পর্যটক ভিসাধারীদের জন্য একটি অস্থায়ী নীতি গ্রহণ করেছেন।
২ বছর পর আবারও সেই নীতির মেয়াদ দুই বছর বাড়িয়েছে দেশটি। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কানাডার অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, নতুন মেয়াদ ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারিতে শেষ হবে।
ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জানিয়েছে, সরকারের অস্থায়ী নীতি পর্যটকদের নিয়োগকর্তাদের বিকল্প করে তুলেছে। কারণ অর্থনীতির এই সংকটময় সময়ে কোম্পানিগুলোতে শ্রমিকের ব্যাপক ঘাটতি রয়েছে। জানুয়ারি পর্যন্ত কানাডার বেকারত্বের হার ছিল পাঁচ শতাংশ।
গত বছরের সেপ্টেম্বরের পর কানাডায় তিন লাখ ২৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে দেশে প্রথমবারের মতো শ্রমিকের সংখ্যা ২ কোটির বেশি। এই নীতির অধীনে আবেদন করার যে নিয়ম অনুসরণ করতে হবে:
১. আবেদনের তারিখে বৈধ ট্যুরিস্ট স্ট্যাটাস থাকতে হবে।
২. কাজের একটি বৈধ প্রস্তাব থাকতে হবে যাতে অবশ্যই একটি শ্রম বাজার প্রভাব মূল্যায়ন অনুমোদন বা এলএমআইএ মুক্ত কাজের প্রস্তাব অন্তর্ভুক্ত থাকতে হবে।
৩. ২০২৫ সালের ২৮ এর পরে কোনো চাকরির আবেদন করা যাবে না এবং সবকিছু অবশ্যই স্বচ্ছ হতে হবে।
এবিসিবি/এমআই