Type to search

কমিউনিটি

কানাডার টরেন্টোয় সন্ত্রাসীদের হামলায় ৪ বাংলাদেশি আহত

কানাডার টরেন্টোর ডাউন টাউনস্থ রিজেন্ট পার্ক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ৪ বাংলাদেশি গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে এঘটনা ঘটে।গুলিবিদ্ধ ৪ জনই বাংলাদেশি-কানাডিয়ান। তারা হলেন, পার্লামেন্ট স্ট্রিটের মারহাবা গ্রোসারির মালিক আব্দুল মোমিন, এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার, আনাই মিয়া এবং সুলতান আহমদ।

টরেন্টো পুলিশ জানায়, রাত সাড়ে ১১ টার দিকে রিজেন্ট পার্কস্থ ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট পূর্বের ওক স্ট্রিটে এই ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য আহতদের নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আনাই অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে বাকি ৩জন শঙ্কামুক্ত। গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি বলে জানা গেছে আনাই মিয়া।

এদিকে, পুলিশের কয়েকটি ইউনিট এই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং সংগ্রহ করেছে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ। তবে পুলিশ ২ সন্দেহভাজনকে খুঁজছে। তারা ২০১৪ মডেলের টয়োটা গাড়ি ব্যবহার করছিল বলে পুলিশ জানায়।

Translate »