Type to search

কমিউনিটি

কাতারে বাংলাদেশের ৫০তম মহান বিজয় দিবস পালিত

১৬ ই ডিসেম্বর ২০২১ তারিখে ৫০ তম গৌরবময় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, দোহাতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে, বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পবিত্র আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের সদস্য, জাতীয় ৪ নেতা, ৩০ লাখ শহীদের বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গৌরবময় বিজয়ের ৫০ তম বার্ষিকীতে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়, এরপর বিজয় দিবসকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। গৌরবময় বিজয় দিবস নিয়ে দূতাবাসে আগত প্রবাসী ও সেবাপ্রার্থীদের প্রতিক্রিয়া সংকলন করে প্রদর্শন করা হয় আরেকটি তথ্যচিত্রও।

বিজয় দিবসের তাৎপর্য এবং বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি, বীর মুক্তিযোদ্ধাগণ, এবং কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন তার বক্তব্যে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতা এবং ৩০ লাখ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লালন করেছিলেন। বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্জন নিয়েও কথা বলেন। প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন।

এবিসিবি/এমআই

Translate »