Type to search

অস্ট্রেলিয়া কমিউনিটি

আফগান তরুণী অস্ট্রেলিয়ার সিনেটর

অস্ট্রেলিয়ার সংসদে সিনেটর হয়েছেন আফগান তরুণী ফাতিমা পায়মান। তার বয়স ২৭ বছর। অস্ট্রেলিয়ার সংসদে প্রথম হিজাব পরিহিত সিনেটর হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাবার কথা মনে করে সংসদে বক্তৃতা দিতে যেয়ে ভেঙে পড়েন এই আফগান তরুণী। কারণ তার বাবা পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, যিনি একজন শরণার্থী হিসেবে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। ২০১৮ সালে পায়মানের বাবা ক্যানসারে মারা যান। পায়মান বলেন, কে ভেবে ছিল আফগানিস্তানে জন্ম নেওয়া একটি শিশু ও শরণার্থীর মেয়ে একদিন অস্ট্রেলিয়ার সংসদের সিনেটর হবে। পায়মান ২০০৩ সালে বাবা-মা ও তিন সহোদরের সঙ্গে অস্ট্রেলিয়ায় আসেন। সে সময় তার বয়স ছিল আট বছর। প্রথমে তিনি পার্থের অস্ট্রেলিয়ান ইসলামিক কলেজে ভর্তি হন। এরপর ডাক্তার হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে যান। এক পর্যায়ে নিজেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলেন। পার্লামেন্টে দেওয়া ভাষণে নিজের হিজাব পরা নিয়েও কথা বলেন পায়মান।

জিও নিউজ

Translate »