কানাডায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা পালিত

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কানাডায় শুক্রবার (৩১ জুলাই) যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। দেশের বড় বড় শহর টরন্টো, অটোয়া, মন্ট্রিয়ল, ভ্যাংকুভার, মেনিটোভা, সাস্কাচুয়ানের বিভিন্ন মসজিদে মসজিদে মুসলিম সম্প্রদায় খণ্ড খণ্ড ঈদের নামাজ আদায় করে।
মন্ট্রিয়ল থেকে মাঈনুর সরকার বলেন, সেখানে প্রত্যেক মসজিদে ৫০ জন করে কয়েক দফায় পবিত্র ঈদের জামাত হয়েছে। কারণ, কুইবেক সিটিতে ৫০ জনের বেশি সমাবেশ নিষিদ্ধ।
ইটোবিকো থেকে গণমাধ্যমকর্মী মাহবুব ওসমানী জানান, টরন্টোর মসজিদগুলোতেও সামাজিক দূরত্ব বজায় রেখে ছয় ফিট দূরত্ব বজায় রেখে কয়েক দফায় নামাজ আদায় করেছে।
কানাডায় কোথাও প্রকাশ্যে কোরবানি দেয়ার বিধান না থাকায়, শহরের বাইরে খামারে কোরবানি দেয়া হয়। সেই নিয়মে এবারো কোরবানি দেয়ার খবর জানা গেছে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো পবিত্র ঈদের প্রাক্কালে এক শুভেচ্ছা বাণীতে কানাডিয়ান মুসলিম এবং বিশ্বের মুসলিমদের ঈদ মুবারক জানান এবং ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরেন।
এদিকে বাংলাদেশি-কানাডিয়ান ওন্টারিও প্রভিন্সের এমপিপি ডলি বেগমও এক বার্তায় পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।