সৌদি আরবে করোনায় আরো এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের মদিনায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মোহাম্মদ গোরফান (৬০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টার সৌদি আরবের মদিনা শহরে প্রিন্স আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত মোহাম্মদ গোরফানের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি নতুনপাড়া এলাকায়।
মৃত মোহাম্মদ গোরফানের ছেলে আবদুল হালিম বলেন, সেখানে দীর্ঘদিন ধরে বাবা ব্যবসা করতেন।
নির্দিষ্ট সরকারি আনুষ্ঠানিকতা শেষে সৌদি সরকারের ব্যবস্থাপনায় সেখানে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে জানান তিনি।