সিডনীতে মুখে মাস্কবিহীন দেখলে দুশ ডলার জরিমানা
নিউসাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্লাডিয়াস ব্রেকজেকলিয়ান
আবুল কালাম আজাদ খোকন: অস্ট্রেলিয়ার সিডনীতে হঠাৎ করে আবারো করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাই করোনা সংক্রমণকে গুরুত্ব দিয়ে গত শনিবার মধ্যরাত (অর্থাৎ রবিবার) থেকে ইনডোর স্পেসে বাধ্যতামূলক ভাবে মুখে মাস্ক পরা আবশ্যক করেছে। আর ৪ জানুয়ারি সোমবার থেকে যদি কেউ এই আইন ভঙ্গ করে তাকে ২০০ ডলার জরিমানা করা হবে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্ল্যাদিয়াস ব্রেকজেকলিয়ান সকলকে মাস্ক পরিধান করতে উৎসাহিত করছেন। তবে ১২ বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা নেই । কর্তৃপক্ষের অনুরোধ, “ জনসমাগমে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন ও রাষ্ট্রের নিষেধাজ্ঞাসমূহ মেনে চলুন। অতি প্রয়োজন নাহলে নিজ আবাসে অবস্থান করুন।”
মাস্ক পরিধান করা বাধ্যতামূলক স্থানসমূহ যেমন-রেস্তোরা, শপিং মল, সুপার মার্কেট, পাবলিক ট্রান্সপোর্ট, বিউটি সেলুন, বারবার শপ, সিনেমা হল, থিয়েটার, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, গেইমিং এরিয়া, বিভিন্ন হসপিটালিটি ভ্যানুসহ হোটেল , ক্যাফে, রেস্টুরেন্ট এবং ধর্মীয় উপাসনালয় (মসজিদ, মন্দির, চার্চ ও প্যাগোডা) ইত্যদি অন্তর্ভুক্ত।
করোনার সন্দেহ হলে-ডাক্তারকে কল করা অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হট লাইনে যোগাযোগ করে টেস্টের ব্যবস্থা করতে বলা হয়েছে । জরুরী হটলাইন নন্বর : ১৮০০ ০২০ ০৮০।