সিডনীতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনের মৃতদেহ উদ্ধার
সাহাদ নোমানী
সিডনী প্রতিনিধি:
সিডনীতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুন সাহাদ নোমানী (২৫) এর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
সাহাদ নোমানীসহ চারজন বন্ধু হলিডে কাটানোর জন্য নিউ সাউথ ওয়েলসের স্যাংচুরী পয়েন্ট এলাকায় বেড়াতে গিয়েছিল। গত শনিবার বিকাল ৭:০০টায় অবস্থানরত হোটেল থেকে বের হওয়ার পর থেকেই নিঁখোজ হয় সাহাদ । হোটেলে থাকা বন্ধুরা পুলিশকে ফোন করে জানানোর পর হোটেলের নিকটস্থ লেক থেকে মৃতদেহ উদ্ধার করে।