Type to search

কমিউনিটি

সিডনীতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনের মৃতদেহ উদ্ধার

সাহাদ নোমানী

 

সিডনী  প্রতিনিধি:

সিডনীতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুন সাহাদ নোমানী (২৫) এর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

সাহাদ নোমানীসহ চারজন বন্ধু হলিডে কাটানোর জন্য নিউ সাউথ ওয়েলসের স্যাংচুরী পয়েন্ট এলাকায় বেড়াতে গিয়েছিল। গত শনিবার বিকাল ৭:০০টায় অবস্থানরত হোটেল থেকে বের হওয়ার পর থেকেই নিঁখোজ হয় সাহাদ । হোটেলে থাকা বন্ধুরা পুলিশকে ফোন করে জানানোর পর হোটেলের নিকটস্থ লেক থেকে মৃতদেহ উদ্ধার করে।

সাহাদ নোমানী ইউনিভার্সিটি অব এনএসডব্লিউ থেকে  আইন বিভাগে  ডিগ্রী করেছেন  ।  সিডনির ওয়ালীপার্কস্থ ক্যাথেলিন ষ্ট্রীটে বসবাস করতেন সাহাদ ।
তাঁর মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত আছে।
সাহাদ নোমানীর বাবা একজন কৃষিবিদ এবং সিডনির ল্যাকান্বা শাখার ওয়েষ্টপ্যাক ব্যাংকে চাকুরী করেন। তাঁর  বাবার বাড়ী নোয়াখালীর মাইজদিতে ও মার বাড়ী ময়মনসিংহে। ঢাকার কল্যানপুরে তাঁদের অপর আবাসস্থল।
Translate »