Type to search

কমিউনিটি

সিডনির বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হলো শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি

কমিউনিটি ডেস্ক:  অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে। ২০ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আন্তর্জাতিক সমুদ্রশাসন কেন্দ্রের সামনে এ মূর্তিটি স্থাপন করা হয়েছিল। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মূর্তি স্থাপনকে তখন ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হয়েছিল।

প্রথম থেকেই আবক্ষ মূর্তি স্থাপনে বিরোধিতা করে আসছিলেন সিডনি থেকে প্রকাশিত সংবাদপত্র ‘সুপ্রভাত সিডনি’র সম্পাদক আবদুল্লাহ ইউসুফ। তিনি বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক গণ–অভ্যুত্থানের পর আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আবার যোগাযোগ করি। তারা মূর্তিটি স্থায়ীভাবে সরিয়ে নিয়েছে বলে আমাদের নিশ্চিত করেছে।’

অন্যদিকে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ও ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পিএইচডির শিক্ষার্থী সিরাজুল হক বলেন, ‘এটি শুধু স্থানান্তরের জন্য সরানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ই–মেইলে আমাকে এ তথ্য জানিয়েছে।’

আবক্ষ মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছে
আবক্ষ মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছেছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার বলে মনে করলেও অনেকে আবার এ সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, ক্যাম্পাসের পুনর্বিন্যাসের অংশ হিসেবে মূর্তিটি সরানো হয়েছে।

 

Translate »