সিডনীতে বাংলাদেশী শিক্ষার্থী রিফাতের মৃত্যু
সিডনী প্রতিনিধি :
বাংলাদেশী শিক্ষার্থী রিফাত মোস্তফা সিডনি ব্লাকটাউন হাসপাতালে গত ২ নভেন্বর, সোমবার দুপুর ১২:০০টায় মারা গেছেন । তার বয়স হয়েছিল ২৫ বৎসর। ৬ নভেন্বর শুক্রবার বাদ প্রথম জুন্মার পর দুপুর ১:০০টায় রুটিহিল মসজিদে রিফাতের নামাজে জানাজা অনুষ্ঠান হয়।
উল্লেখ্য, সিডনির বেলমেরে ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারী সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী শিক্ষার্থী নিহত হন । এসময় রিফাত আশঙ্কাজনকভাবে আহত হয়েছিলেন। এ ঘটনার পর থেকেই বাংলাদেশী এই শিক্ষার্থী রিফাত কমায় চলে গিয়েছিলেন । সেসময় থেকে হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রিফাত ২০১৪ সালে সিডনীর ইউটিএস বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্স বিষয়ে ছাত্র হিসাবে অষ্ট্রেলিয়াতে আসেন।
রিফাতের পরিবারের বড় ভাই রাশেদ মোস্তফা জানান, মৃতদেহ বাংলাদেশে প্রেরণের জন্য পাসপোর্ট, ডেথ সার্টিফিকেটসহ আনুষঙ্গিক প্রক্রিয়ার কাজ চলছে।