Type to search

কমিউনিটি

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে আবারও দুর্বৃত্তের গুলিতে মৃত্যু হয়েছেন এক বাংলাদেশি। স্থানীয় সময় রোববার (২৯ অক্টোবর) রাতে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ডেলাওয়্যার কাউন্টির মসজিদ আল মদিনা ও ইসলামিক সেন্টারের পেছনে পার্কিং লটে তাকে গুলি করা হয়। আপার ডার্বি শহরের বাসিন্দা মোহাম্মদ মাহবুবুর রহমানের (৬৫) গুলিবিদ্ধ মরদেহ মসজিদের পেছনের পার্কিং লট থেকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশে তাঁর বাড়ি নড়াইলে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনও খুনির পরিচয় প্রকাশ করেনি। নিহত মাহবুবুরের বন্ধুরা জানিয়েছেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তারা জানান, মাহবুবুর নিয়মিত মসজিদে নামাজ পড়তে যেতেন।

মাহবুবুরের বন্ধু আহমেদ ইব্রাহিম বলেন, আমি বিশ্বাস করতে পারছি না দুর্বৃত্তের গুলিতে মাহবুবুর নিহত হয়েছে। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।

আপার ডার্বির পুলিশ সুপার টিমোথি বার্নহার্ড জানিয়েছেন, এ ঘটনার তদন্ত চলছে। সন্দেহভাজনদের শনাক্তে নজরদারি করা হচ্ছে।

আপার ডার্বি বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা যায়, পেনসিলভেনিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার অন্যতম সদস্য ছিলেন মাহবুবুর। তিনি বিটিএসপি’র প্রাক্তন নির্বাচন কমিশনার এবং স্থানীয় কারেকশন অফিসের নিরাপত্তা কর্মী ছিলেন।

এবিসিবি/এমআই

Translate »