Type to search

কমিউনিটি

মালয়েশিয়ায় ভুয়া ওয়ার্ক পারমিটের অভিযোগে ৩ বাংলাদেশি গ্রেপ্তার

তিন জন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র না থাকায় এবং ভুয়া ওয়ার্ক পারমিটর অভিযোগে তাদের আটক করা হয়েছে।

এছাড়াও আরও এক নারীকে আটক করা হয়েছে জানিয়ে কুবাং পাসু পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম জানান, ৩৩ বছর বয়সী ওই নারীর চালানো একটি গাড়ি পুলিশ থামায়। এ সময় গাড়ির ভিতরে ছিল ৩০ থেকে ৩৬ বছর বয়সী ৩ জন বাংলাদেশি।

কুয়ালালামপুরের সেন্তুল থেকে পারলিস কেতেরিতে যাওয়ার সময় তাদের গতি থামানোর পর ওই নারী চালক জানান, এই ৩ ব্যক্তিকে তাদের গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য এক বাংলাদেশি জনপ্রতি ৪৫০ রিঙ্গিত করে প্রস্তাব করেছেন। কিন্তু পাওনা বুঝে দেয়া হয়নি তার। তিনি ওই যাত্রীদের স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে গাড়িতে তুলে সেন্তুল ত্যাগ করেন।

পুলিশ জানায়, তিন বছর ধরে ওই ৩ বাংলাদেশি মালয়েশিয়ায় অবস্থান করছেন। কুয়ালালামপুরের বিভিন্ন নির্মাণ সংস্থা ও আসবাবপত্র তৈরির কারখানায় তারা শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের কাছে ভূয়া পারমিট কার্ড পাওয়া গেছে। তারা নতুন কাজে পারলিসে যাচ্ছিলেন। গাড়ির নারী চালকের আগের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তাতে ২৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে তাকে। অন্যদিকে বিদেশি ৩ নাগরিককে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

Translate »