Type to search

কমিউনিটি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

সোমবার (২২ নভেম্বর) রাতে বালাকংয়ে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সি ১১০ পুরুষ ও ১৯ নারীকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়ান, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন। খায়রুল দাজাইমি বলেন, ধারা ৬(১)(সি) অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং  ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে বলে তিনি জানান।

এদিকে অভিযানের সময় ৫ বিদেশি কর্মীকেও পাওয়া গেছে। মেলাকাতে একটি কোম্পানির অধীনে নিবন্ধিত একটি অস্থায়ী কাজের পাস (পিএলকেএস) আছে, কিন্তু তারা সেলাঙ্গরে কাজ করে।

এবিসিবি/এমআই

Translate »