Type to search

কমিউনিটি

মালয়েশিয়ায় ফের ১১ বাংলাদেশিসহ ৫৫ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় আরও ১১ বাংলাদেশিসহ ৫৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। মালয়েশিয়ার সেরেম্বান ও নিলাই শহরে অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেপ্তার করা হয়।

বুধবার নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার পর্যন্ত দুই দিনে ২৭টি এলাকায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ২শ অভিবাসীর নথিপত্র যাচাইয়ের পর এদের মধ্য থেকে মালয়েশিয়ার অভিবাসন আইন ভঙ্গের কারণে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার ৩০, ভিয়েনতনামের ৬, মিয়ানমার ও পাকিস্তানের ২জনসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন।

বিবৃতিতে ডিরেক্টর আরও বলেন, আটকদের মধ্যে ১০ জন নারী এবং এক বছরের শিশুও রয়েছে। আটককৃতদের বয়স এক বছর থেকে ৫১ বছরের মধ্যে।

আটকদের বিরুদ্ধে আরও তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে বলে জানান নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান।

এবিসিবি/এমআই

Translate »