Type to search

কমিউনিটি

বাংলাদেশ ইসলামী ব্যাংকের আয়োজনে ইতালির রোমে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম ইসলামী শরী‘আহ মোতাবেক পরিচালিত এবং সর্ব বৃহৎ বেসরকারী ব্যাংক ইসলামী ব্যাংক এর আয়োজনে ইতালির রোমে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মনিরুল মওলা। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিব উল্লাহর সভাপতিত্বে ও ব্যাংকের এক্সক্লুসিভ ভাইস হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তারা বলেন, আস্থা এবং বিশ্বস্তার শীর্ষে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে কষ্টার্জিত অর্থ প্রেরনে দেশের রেমিট্যান্সের প্রায় সিংহ ভাগ জোড়ান দিচ্ছে প্রবাসীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা ও পরিকল্পনার কথা উপস্থিত প্রবাসীদের মাঝে তুলে ধরেন। তিনি বলেন, ইসলামি ব্যাংকের ব্যাংকিং সেবায় কাসটমার ইজ দ্যা কিংস, তাই গ্রাহকরা পাচ্ছে সর্বচ্চো সেবা ও প্রয়োজনীয় সুবিধা।

তিনি বলেন, গ্রাহতদের সুবিধা মতে বিভিন্ন কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, মুনাফা ভিত্তিক জমা হিসাব, বিদেশী বসবাসরত বাংলাদেশীরা দেশে ছোট, মাঝারি ও বৃহৎ প্রতিষ্ঠান করতে আর্থিক সহায়তা দিবে ইসলামী ব্যাংক । এছাড়াও প্রবাসে বসেই এপ্স এর মাধ্যমে দেশে অ্যাকাউন্ট খোলা এবং লেন দেন করার অনেক সুযোগ রয়েছে।

এসময় শাহজালাল মাদবরের পরিচালনায় বক্তব্য রাখেন ন্যাশনাল মানি এক্সচেঞ্জ, ফাস্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ, প্লাসিড এক্সপ্রেস এবং জনতা এক্সচেঞ্জ এর কর্মকতারা।

অনুষ্ঠানে রোমে বসবাসরত বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবিসিবি/এমআই

Translate »