Type to search

কমিউনিটি

বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলছে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার

কোভিড-১৯ মহামারির কারণে সাময়িক বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলছে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার। করোনার কারণে গত বছরের জুন থেকে দেশটিতে কর্মী প্রেরণ বন্ধ ছিল।

গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে এক বৈঠকে এ কথা জানান।

কোরীয় দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ কোরীয় সরকারের এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমিকদের কোরিয়ায় যাওয়ার বিষয়টি সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য কোরীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিয়েছে কোরিয়া সরকার। এই কর্মসূচির আওতায় প্রতি বছর ২-৩ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যাচ্ছেন। বর্তমানে এই কর্মসূচির আওতায় প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি কর্মী আছেন কোরিয়ায়।

এবিসিবি/এমআই

Translate »