Type to search

কমিউনিটি

বাংলাদেশি অভিবাসী হত্যায় সৌদি নাগরিক শাম্মেরির ফাঁসির আদেশ

সৌদি আরবের দাম্মামে সাগর পাটোয়ারী নামে এক বাংলাদেশি হত্যার ঘটনায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরিকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির একটি আদালত।

মঙ্গলবার (৩০ মার্চ) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, ২০০৬ সালের জুনে দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সাথে সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বাদানুবাদ হয়। এক পর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। গুলি করার পর শাম্মেরি ঘটনাস্থল হতে পালিয়ে যান। দীর্ঘদিন তদন্তের পর ২০১৮ সালে স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরিকে শনাক্ত এবং গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করে।

সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত ২৪ মার্চ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে শিরচ্ছেদের মাধ্যমে ফাঁসি কার্যকরের আদেশ দেয়।

সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার, নাগিরপাড় এলাকার হাজী সোনা মিয়ার সন্তান। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশি গৃহকর্মী আবিরন হত্যায় সৌদি আরবে এক গৃহকর্ত্রীর ফাঁসির আদেশ দেয় আদালত।

Translate »