বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ
ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সেখানে উপস্থিত বাংলাদেশিদের দেশটি থেকে ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শটি দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের দায়িত্ব পালন করে পোল্যান্ডে অবস্থিত দূতাবাস।
বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতির প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। ইউরোপের অন্য কোনো দেশে যেতে না পারলে বাংলাদেশে যেতে পারেন তারা। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।
এতে আরও বলা হয়, অত্যাবশ্যকীয় না হলে বাংলাদেশিদের ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার পরামর্শ দেওয়া হলো।
সেইসঙ্গে ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে জরুরি দরকারে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
এবিসিবি/এমআই