Type to search

কমিউনিটি

ফ্রান্সে বাংলাদেশিদের পবিত্র ঈদুল ফিতর পালন

ফ্রান্সের রাজধানী প্যারিসে সর্বোচ্চ বাংলাদেশিদের উপস্থিতিতে এবারের ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। প্রায় ৫৫ লাখের অধিক মুসলিম জনসংখ্যার দেশ ফ্রান্স। যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৮.৮ শতাংশ।  যার মধ্যে বাংলাদেশি মুসলমানের সংখ্যা প্রায় ১ লাখের কাছাকাছি।

বিগত ৩ বছর করোনা মহামারীর বিধিনিষেধ থাকায় প্রবাসী বাংলাদেশীরা সেভাবে ঈদ আনন্দ-উৎসব  উদযাপন করতে পারেনি, তবে এবার করোনা বিধিনিষেধ না থাকায় ঈদুল ফিতরে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যা ছিল, এ পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশিদের একত্রে নামাজ আদায়।

বাংলাদেশি অধ্যুষিত এলাকা মেট্রো হোস, অবারভিলিয়ে, স্তা, ক্যাথসিমার মসজিদ এবং জিমনেসিয়াম ছিল লোকে লোকারণ্য। সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে পান্তা সিটি কাউন্সিলের মেট্রো হোস জিমনেসিয়ামে। এখানে সকাল ৮.৪০ এবং ৯.৪০ মিনিটে দুটি ঈদের জামাতে প্রায় দশ হাজার মানুষ অংশগ্রহণ করে। যার অধিকাংশই প্রবাসী বাংলাদেশি। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মানুষও এখনে নামাজ আদায় করেন। নারীদের নামাজের জন্য ছিল বিশেষ ব্যবস্থা।

নামাজের পূর্বে সিটি মেয়র ‘বারট্রান্ড কার্ন’ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। এছাড়া বাংলাদেশ জাতীয় মসজিদ অবারভিলিয়ে-তে সকাল ০৭.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত আটটি, স্তা বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল ০৭.১৫ থেকে ১০.১৫ পর্যন্ত পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানেও মহিলাদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা ছিল।

নামাজ শেষে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে কোলাকুলির মাধ্যমে কুশল বিনিময় করেন। যা অত্যন্ত ছিল সৌহার্দ্যপূর্ণ। পরে নেতৃবৃন্দ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানান।

এবিসিবি/এমআই

Translate »