পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসীর মৃত্যু
পর্তুগালের সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে সড়ক দুর্ঘটনায় ২ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রবাসী শাহিনুর রহমান (২৭) এবং ইব্রাহীম আখন্দ (৪১) রাতে কাজ শেষে প্রতিষ্ঠানের গাড়িতে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
শাহিনুর রহমান ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ বালুখণ্ড এলাকা এবং ইব্রাহীম আখন্দ মাদারীপুরের রাজৈর থানার বাসিন্দা। দুর্ঘটনার পর ডাক্তার এবং জরুরি বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
লাশ দুটি স্থানীয় সান্তারাইম সেন্ট্রাল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বর্তমানে তাদের লাশের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস এবং লিসবনের কমিউনিটির নেতারা যোগাযোগ করছেন। পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তক্রমে লাশের দাফনের বা বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এবিসিবি/এমআই