নিউইয়র্ক পুলিশের অক্সিলারি লেফটেন্যান্ট পদোন্নতি পেলেন বাংলাদেশি এনায়েত আলী
নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) প্রথম অক্সিলারি লেফটেন্যান্ট হিসেবে বাংলাদেশি সৈয়দ এনায়েত আলী পদোন্নতি পেয়েছেন। তিনি নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি অফিসারদের সংগঠন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) করেসপন্ডিং সাধারণ সম্পাদক।
বাংলাদেশ জাতীয় বক্সিংয়ের প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং দক্ষিণ এশিয়ান গেমসের রানার আপ বক্সার সৈয়দ এনায়েত আলী। তিনি ১৯৮৮ সালের বডিবিল্ডিংয়ে হেভিওয়েট মিস্টার বাংলাদেশ হিসাবে ১৯৮৯ সালে আমেরিকায় যান। বৃহত্তর খুলনায় তার গ্রামের বাড়ি।
২০০২ সালে সৈয়দ এনায়েত আলী নিউইয়র্ক পুলিশের অক্সিলারি অফিসার হিসাবে যোগদান করেন। ২০০৯ সালে প্রথম অক্সিলারি সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান এবং ৯ মার্চ লেফটেন্যান্ট হিসেবে তিনি পদোন্নতি লাভ করেন।
বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি বিভাগ গঠন করে। এটি মূলত স্বেচ্ছা সার্ভিস। স্বেচ্ছা সার্ভিস করছেন কমিউনিটিকে সাহায্য করার জন্য প্রায় ১০০ জন বাংলাদেশি। কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয় বরং কমিউনিটিকে সাহায্যের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন এই সকল বাংলাদেশিরা। তারা অত্যন্ত সুনামের সাথে কাজ করে চলেছেন।
বর্তমানে নিউইয়র্কের কুইন্স নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রিসিঙ্কটে (থানা) কর্মরত রয়েছেন সৈয়দ এনায়েত আলী। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাপ্টেন কারাম চৌধুরী এই প্রিসিঙ্কটের নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রায় ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, সার্জেন্টসহ ২৫০ জন বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়া কমপক্ষে ১২শ এজেন্ট ট্রাফিক বিভাগে কর্মরত রয়েছেন। ক্যাপ্টেন পদটি নির্বাহী কর্মকর্তার এবং এই পদ থেকেই নিউইয়র্ক পুলিশ বিভাগীয় প্রধান, বিভাগের কমিশনার ও অন্যান্য পদে নিয়োগ দেওয়া হয়।