দক্ষিণ আফ্রিকায় জানুয়ারিতে ৪৩ প্রবাসী বাংলাদেশি মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় জানুয়ারিতে ৩৩ জন, লিসোথু ২ জন, মোজাম্বিকে ৫ জন, সোয়াজিল্যান্ডে ৩ জনসহ মোট ৪৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এ মাসে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ ডাকাতের গুলি, ছুরিকাঘাত ও পিটিয়ে ৬ জনের মৃত্যু হয়েছেন। বিভিন্ন রোগে অসুস্থ হয়ে ৬ জনের মৃত্যুবরণ করেছেন এবং করোনা শনাক্ত হয়ে ও করোনার লক্ষণ নিয়ে দক্ষিণ আফ্রিকায় ২১ জন, মোজাম্বিকে ৫ জন, লিসোথু ২ জন, সোয়াজিল্যান্ডে ৩ জনসহ মোট ৪৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সর্বশেষ জানুয়ারির শেষের দিকে নির্মমভাবে খুন হতে হয়েছেন জাহাঙ্গীর আলম লিটন (৪০)। ১৯ মাস আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় আসেন তিনি। দেশে তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।
নিহত জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের ফতেজঙ্গপুর এলাকার সওদাগর বাড়ির দুলু মিয়ার পুত্র।