কানাডায় ঈদ পালন, সালাম দিয়ে শুভেচ্ছা জানালেন ট্রুডো

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) পালিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এক বিডিও বার্তায় সালাম বিনিময়ের মাধ্যমে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় শনিবার (৯ জুলাই) কানাডায় ঈদুল আজহা উদযাপিত হলো। মুসলিম সম্প্রদায়ের এই প্রধান ধর্মীয় উৎসবে মুখরিত হয়ে উঠে চারদিক। ঈদের প্রাক্কালে অর্থাৎ চাঁদরাতে টরন্টোস্থ বাংলাটাউন খ্যাত ড্যানফোর্থে ভিড় জমে শত শত মানুষের।
কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টোতে প্রতিবারের মতো বাঙালি অধ্যুষিত এলাকা ড্যান্টোনিয়া পার্কে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও ড্যানফোর্থস্থ বায়তুল আনাম, বায়তুল মোকারম এবং মদিনা মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এবিসিবি/এমআই