Type to search

কমিউনিটি

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

কানাডার টরন্টোর পিটারবোরোতে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল গোমেজ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছেন। এতে উজ্জ্বল গোমেজের স্ত্রী রোজালিন মনি গোমেজ ও তার ২ ছেলে এইডেন গোমেজ (১৫) ও অ্যারন গমেজ (১০) আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হাইওয়ের মিলব্রুক অব র্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টরন্টোর ডাউন-টাউনে সিককিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অ্যারন লাইফ সাপোর্টে রয়েছে।

পিটারবোরো কাউন্ট্রির পুলিশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত জানা যায়নি, তদন্ত চলছে। জেমস উজ্জ্বল গোমেজের মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এবিসিবি/এমআই

Translate »