কলকাতায় বাংলাদেশি নাগরিক আটক
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে কলকাতায় এক বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। সোমবার রাতে অভিযুক্ত সোহেল রানাকে আটক করে কলকাতা সংলগ্ন টেকনো সিটি থানার পুলিশ। মঙ্গলবার তাকে বারাসাত আদালতে তোলা হবে।
নির্যাতনের ঘটনাটি ঘটেছে নিউটাউন বালিগুড়ি এলাকায়।
পুলিশ সূত্রের খবর, দুই মাস বালিগুড়িতে ভাড়া থাকছিলেন কুমিল্লা জেলার বাসিন্দা সোহেল রানা। বিশেষ কাজে তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে কলকাতায় আসেন।
পরিবারের অভিযোগ, সোহেল রানা বাড়ির মালিকের ১৪ বছরের মেয়েকে বেশ কয়েকদিন ধরে একাধিকবার যৌন নির্যাতন করেন। গত রোববার মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে গত সোমবার সকালে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ জানানো হয়।
এবিসিবি/এমআই