Type to search

কমিউনিটি

ওমরাহ্‌ শেষে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার দিকে দাম্মামের আল-কাসিম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোবারক হোসেন (৪৮), তার ১০ম শ্রেণি পড়ুয়া ছেলে তানজিল আব্দুল্লাহ (১৭) ও ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে মাহিয়া মাহি (১৪)। নিহত মোবারক হোসেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকার শেখ মোহাম্মদ আলীর বড় ছেলে।

জানা গেছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওমরাহ্ পালন শেষে পরিবারের সদস্যদের নিয়ে দাম্মাম শহরের নিজ বাসায় ফিরছিলেন মোবারক হোসেন। পথে আল-কাসিম নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোবারক হোসেন প্রায় ২ যুগ ধরে পরিবার নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে বসবাস করে আসছিলেন। সেখানে তার একটি কার রিপেয়ার শপ (গাড়ি মেরামতের দোকান) রয়েছে। প্রায় ৩০ বছর সৌদি আরবে বসবাস তাদের। গত ৪ মাস আগেও পরিবার নিয়ে দেশে বেড়াতে এসেছিলেন।

নিহতের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে দেশ থেকে ভাইয়ের শ্যালক গিয়েছেন সৌদি আরবে। এছাড়া প্রবাসে থাকা ২ ভাই আহত ও নিহতদের কাছে রয়েছেন। তাদের মরদেহ যেন সরকার দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন।

এবিসিবি/এমআই

Translate »