ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া

কারাকোরাম রেঞ্জে অবস্থিত কেটু পর্বত ৮৬১১ মিটার উঁচু এবং পর্বতারোহীদের জন্য এভারেস্টের চেয়েও দুর্গম বলে পরিচিত। বিপদসঙ্কুল পরিবেশ, প্রায় পিরামিড-সদৃশ ঢাল এবং অনিশ্চিত আবহাওয়ার এই ‘স্যাভেজ মাউন্টেন’-এর চূড়ায় মাত্র চারশ’ পর্বতারোহী পা রাখতে পেরেছেন।
১৯৫৪ সালের পর থেকে কেটু-তে আরোহণ করা পর্বতারোহী নারী মাত্র ৪০ জন। এদের মধ্যে বাংলাদেশের ওয়াসফিয়া নাজরীন হলেন একজন।
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের ২য় সর্বোচ্চ উঁচু ও বিপদসঙ্কুল পর্বতশৃঙ্গ কেটু জয় করার পর বুধবার (১৭ আগস্ট) দেশে ফিরেছেন তিনি।নেপালের কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরেন ৩৯ বছর বয়সী এই পর্বতারোহী। তার এ অভিযানে স্পন্সর ছিল রেনাটা লিমিটেড।
দেশে পৌঁছানোর পর বুধবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানী ঢাকার শেরাটনে সংবাদ সম্মেলনে দুই মাসব্যাপী কারাকোরাম অভিযানের রোমাঞ্চকর যাত্রা নিয়ে কথা বলেন ওয়াসফিয়া। প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছ থেকে পর্বতারোহণ এবং ট্রেকিং করার অনুমতি পেয়েছেন তিনি।
এবিসিবি/এমআই