Type to search

কমিউনিটি

ইতালি প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্সের গুরুত্বপূর্ণ অংশীদার

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধিঃ
প্রায় ২ লাখ বিশ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করেন পশ্চিম ইউরোপের শিল্প সম্মৃদ্ধ ও প্রাচীন সভ্যতার দেশ ইতালিতে। ইউরোপে যুক্তরাজ্যের পর বাংলাদেশিরা সবচেয়ে বেশি বসবাস করেন দেশটিতে। তাই বাংলাদেশের রেমিটেন্সের গুরুত্বপূর্ণ অংশীদার ইতালি প্রবাসীরা। সম্প্রতি ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাতে বাংলাদেশ দ্রুতাবাস রোম ও মিলান কনসোলেট অফিস বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করছেন।প্রবাসী কল্যাণ সংস্থা, শ্রমমন্ত্রনালয় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আয়োজন করে বিভিন্ন গ্রাহক ও সুধী সমাবেশের।
প্রবাসীদের রেমিটেন্স, এগিয়ে নিবে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে ইতালির রোম বাংলাদেশ দূতাবাস ও মিলান বাংলাদেশ কনস্যুলেট অফিস গত কয়েক মাস বিভিন্ন কর্মসূচি পালন করছেন।এতে বাংলাদেশর শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বরত কর্মকর্তারা অংশ নেন। ইতালি থেকে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে এবার ইসলামী ব্যাংক বাংলাদেশ গ্রাহক ও সুধী সমাবেশে করেছে ইতালির পর্যটন নগরী ভেনিস, রাজধানী রোম ও বানিজ্যক রাজধানী মিলানে। ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ইতালি প্রবাসী রেমিটেন্স যুদ্ধারা।
ভেনিসের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত গ্রাহক ও সুধী সমাবেশে অংশগ্রহণ করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মনিরুল মওলা, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিব উল্লাহ ও আন্তর্জাতিক সেবা বিভাগের প্রধান ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান। ভেনিস অন্চলের প্রায় ৫০ জন বাংলাদেশি বিভিন্ন ক্যাটাগরির সফল ব্যবসায়ী সেমিনারে অংশগ্রহণ করেন। যার মধ্যে বেশ কয়েকজন বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারী মানি ট্রান্সফার ব্যবসায়ী ছিলেন। সভায় উপস্থিত সকলে নিজ নিজ পরিচয় তুলে ধরেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের  কর্মকর্তারা বর্তমানে বাংলাদেশের শক্তিশালী ব্যাংকিং খাতের চিএ তুলে ধরেন। তারা জানান বাংলাদেশে ৬১ টি ব্যাংক রয়েছে, যার মধ্যে শুধু ইসলামী ব্যাংক দেশের বিশাল প্রবাসী রেমিটেন্সের ২৩ শতাংশ গ্রাহকের চাহিদা পূরণ করছেন এবং তারা প্রবাসীদের জন্য সেবার মান বৃদ্ধিতে কাজকরে যাচ্ছেন।
বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের গুরুত্ব, প্রবাসীদের অর্থের সঠিক ও নিরাপদ বিনিয়োগ এবং বৈধপথে রেমিট্যান্স প্রেরণ কেন গুরুত্বপূর্ণ তার বিভিন্ন দিকগুলো তুলে ধরেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা ও ব্যাংক কর্মকর্তারা। ভেনিসের ব্যবসায়ী আমজাদ হোসেন ও নাসির উদ্দিনের পরিচালনায় প্রাণবন্ত অনুষ্ঠান শেষে সকলে নৈশভোজের মাধ্যমে  অনুষ্ঠানের সমাপ্তি হয।
এবিসিবি/এমআই
Translate »