Type to search

কমিউনিটি

ইতালির ভেনিসে প্রবাসীদের বিজয় উৎসব, কোলাকুলি

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধিঃ বাংলাদেশের কর্তৃত্ববাদী সাবেক সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ এবং ছাত্র জনতার বিপ্লবী বিজয়ে উল্লাস প্রকাশ করেছেন ভেনিসের প্রবাসী বাংলাদেশিরা। সোমবার বিকেলে শহরের অন্যতম প্রধান সড়ক ভিয়া কোরসো দেল পপলোয় প্রায় এক হাজার অভিবাসী বাংলাদেশি নাগরিক একত্রিত হন। এ সময়ে তারা বিজয় উল্লাস প্রকাশ করে নানা ধরণের শ্লোগান দেন এবং পটকা ফুটিয়ে, জরি ছিটিয়ে, রঙ্গিন ধোয়া উড়িয়ে আনন্দে মেতে ওঠেন।

জোভান্নি পের উমানিতার সভাপতি প্রিন্স হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত বিজয় উৎসবে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম, জব্বার মাঝি, আরফান মাস্টারসহ অনেক নেতাকর্মী।

আবদুল আজিজ সেলিম বলেন, ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের ফ্যাসিবাদি সরকারের পতন হয়েছে। এ বিজয় আমাদের সবার। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে আবার গণতন্ত্রের চর্চা শুরু হোক। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের কালচার ফিরে আসুক।

তিনি দেশবাসীর প্রতি আহবান জানান, রাষ্ট্রীয় কোনো সম্পদের ক্ষতি করা যাবে না। ধর্মীয় সংঘাত সৃষ্টি করা যাবে না। আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। যারা এতদিন বিএনপিসহ বিরোধী দলগুলোকে নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, কিন্তু কোনো ভাবেই সাধারণ মানুষের জীবন, সম্পদের ক্ষতি করা যাবে না। এতে আমাদের বিজয় বিনষ্ট হবে এবং তৃতীয় কোনো পক্ষ সুযোগ নেয়ার চেষ্ট করবে।

সরকার প্রধানের পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কম্যুনিটির চিত্র বদলে যেতে শুরু করে। বাংলাদেশি দোকান এবং পানশালাগুলোয় ভিড় বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যে কম্যুনিটির সবগুলো মিষ্টির দোকান ফাকা হয়ে যায়। একজন অন্যজনকে মিষ্টি খাইয়ে আনন্দো প্রকাশ করেন। তারা পরস্পরকে ‘ঈদ মোবারাক’ বলে শুভেচ্ছা জানান এবং কোলাকুলি করেন।

সোমবার কর্মদিবস হওয়ায় সন্ধ্যা ৯টায় বিজয় সমাবেশ আহবান করা হলেও সন্ধ্যা ৭টার মধ্যে সমাবেশ স্থল কানায় কানায় ভরে যায়। ভেনিসসহ আসপাশের শহর থেকে প্রবাসীরা ছুটে আসেন পরিবার সন্তানসহ। তাদের অনেকে চিৎকার করে বলেন, একাত্তর দেখিনি, ২৪ দেখেছি। গণহত্যার বিচার বাংলাদেশে হবেই।

এবিসিবি/এমআই

Translate »