Type to search

কমিউনিটি

ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের ব্যক্তি মালিকানাধীন প্রথম মানি এক্সচেঞ্জ কোম্পানির ২০ বছর পূর্তি উৎসব পালিত

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি:
ইতালিতে অনুষ্ঠিত বর্ণাঢ্য রেমিটেন্স উৎসবে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান বাংলাদেশের প্রতি ইতালি সরকারের ইতিবাচক ধারণা যাতে অব্যাহত থাকে সেদিকে নজর দেওয়ার আহবান জানিয়েছেন প্রবাসীদের প্রতি। এই উৎসবে হুন্ডি ব্যবসা বন্ধের সরকারের সহযোগিতাও কামনা করেছেন প্রবাসী বাংলাদেশীরা।
বিশ্বের রেমিটেন্স পাঠানো দেশগুলোর মধ্যে ইতালি সপ্তম স্থানে রয়েছে। দেশটিতে প্রবাসী বাংলাদেশীদের প্রথম মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ২০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য রেমিটেন্স উৎসবের আয়োজন করা হয় রোমে। এই উৎসবে অংশ নিয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন।
তিনি দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে বলেন, ইতালি সরকারের বাংলাদেশীদের প্রতি গড়ে ওঠা ইতিবাচক ধারণা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম এবং শ্রীলংকার রাষ্ট্রদূত জগত ওয়াল্লা ওয়াত্তা ছাড়াও নেশনাল একচেঞ্জ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর ফরাজী, পরিচালক ইকরাম ফরাজী,ডা.ইমন ফরাজীসহ অন্যান্য পরিচালকরা বক্তব্য রাখেন।
দেশে দু’বছর ধরে রেমিটেন্সের ধারা নিম্ন মুখে উল্লেখ করে বক্তারা হোন্ডিতে রেমিটেন্স না পাঠানোর আহ্বান জানান। ইতালি থেকে রেমিট্যান্স প্রবাহ অনেকটাই বেড়েছে। তবে হুন্ডি ব্যবসা বন্ধ হলে রেমিটেন্স আরো বাড়বে বলে বিশ্বাস প্রবাসীদের। এই উৎসবের শেষ করবে সাংস্কৃতির সন্ধ্যার আয়োজন করা হয়।
এবিসিবি/এমআই
Translate »