Type to search

কমিউনিটি

ইতালিতে করোনায় শনাক্ত হয়ে বাংলাদেশী রুবেলের মৃত্যু

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মৃত এই প্রবাসী বাংলাদেশীর নাম রুবেল হোসেন (৩৪)।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে দেশটির রাজধানী রোমের ‘জেমেল্লি হাসপাতালে’ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় বাঙ্গালী কমিউনিটির মাধ্যমে জানা গেছে, করোনায় শনাক্ত হয়ে প্রায় ৩ সপ্তাহ যাবত হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছিলেন রুবেল। পরে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রুবেল হোসেন দীর্ঘদিন যাবত ইতালির রাজধানী রোমে বসবাস করে আসছিলেন।বাংলাদেশের চট্টগ্রামে তার দেশের বাড়ি।

উল্লেখ্য, এ পর্যন্ত করোনায় পজিটিভ হয়ে দেশটিতে সর্বমোট ১৫ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

Translate »