সিডনিপ্রবাসী বাংলাদেশী অধ্যাপিকা রায়হানা আর নেই
আবুল কালাম আজাদ: সিডনিপ্রবাসী দিনাজপুর আদর্শ কলেজের অধ্যাপিকা রায়হানা আখতার (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ২৭ জানুয়ারি সকাল সাড়ে চারটায় সিডনির ওয়েস্টমিড হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জানা গেছে, রায়হানা হাসপাতালে এক সপ্তাহ যাবৎ ছিলেন। আর সেখানে চিকিৎসারত অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন। মরহুমার মৃত্যুর সংবাদে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
রায়হানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) এমএসএস সম্পন্ন করেন। তারপর তিনি দিনাজপুর আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রায় ২০ বছর শিক্ষকতা করেছেন। সবশেষে সহকারী অধ্যাপিকা পদ ছেড়ে দিয়ে সিডনিতে ২০০১ সাল থেকে বসবাস শুরু করেন।
তার দেশের বাড়ি দিনাজপুর সদরে। তিনি সিডনিতে কিংসউডে বসবাস করতেন বলে জানা গেছে। মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সিডনি সময় বেলা ১১টায় রকউড সিমেট্রিতে অনুষ্ঠিত হয়েছে। রায়হানা আখতার মৃত্যুকালে সিডনিতে মেয়ে কিশোয়ারা আক্তার কাকলী ও ছেলে তানভীর রায়হান রাইন এবং মেয়ের জামাই আলমগীর ইসলাম বাবুসহ নাতি নাতনি রেখে গেছেন। এছাড়াও তিনি অসংখ্য-আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।