সংকট মেটাতে সৌদি প্রবাসীদের দেড় হাজার টোকেন দিবে সৌদি এয়ারলাইন্স
সৌদি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে চলমান সংকট মেটাতে সৌদি এয়ারলাইন্স দেড় হাজার টোকেন দেয়ার ঘোষণা দিয়েছে। একই সাথে ভিসার মেয়াদ অনুসারে এখন থেকে টিকিট রি-ইস্যু করার কথাও জানায় এই সংস্থাটি।
রবিবার (৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার জি এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশী প্রবাসীরা যে ফরম পূরণ করে জমা দিয়েছেন, তা যাচাই-বাছাই করে যাদের ভিসার মেয়াদ আগে শেষ হবে তাদের আগে টোকেন দেওয়া হবে। এ নিয়ম অনুসারে প্রথমে দেড় হাজার টোকেন দেয়া হবে।