Type to search

কমিউনিটি

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)  রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন), মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) বাহিনীর সদস্যরা নেতৃত্ব দেয়।

অভিযানে প্রথমে ২৫৪ জন বিদেশি শ্রমিককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাগজপত্র যাচাই শেষে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১৩ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

আটকদের মধ্যে ১৭২ জন বাংলাদেশি, ২০ জন ইন্দোনেশিয়ান, ১০ জন পাকিস্তানি, ৬ জন ভিয়েতনামি, তিনজন ভারতীয় ও ২ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। এদের মধ্যে ৩ জন নারীও রয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »