মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩২ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩২ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন।
দেশটির ইমিগ্রেশন বিভাগ রোববার সকালে সেতিয়া আলমের তেলপাম্প বাগানে একটি বসতিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) জাফরি এমবোক তাহা বলেছেন, অভিযানে ১৩০ ইন্দোনেশিয়ান এবং দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।
জাফরি জানান, ১৩০ জন ইন্দোনেশিয়ার মধ্যে ৭৬ জন পুরুষ, ৪৬ জন নারী এবং ১৩ জন শিশু। অভিযানে আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে তদন্ত চলছে।
এবিসিবি/এমআই