Type to search

কমিউনিটি

কাতারের বিমানবন্দরে অস্ট্রেলিয়ান নারীদের কাপড় খুলে তল্লাশি, এক বছর পর মামলা 

২০২০ সালের অক্টোবরে কাতারের দোহা বিমানবন্দরে কয়েকজন অস্ট্রেলিয়ান নারীকে কাপড় খুলে তল্লাশি করা হয়। ঘটনার ১বছর পর তারা মামলা করেছেন।গত সোমবার (১৫ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ১ বছর আগের সেই ফ্লাইটের ডাস্টবিনে একটি নবজাতক শিশু খুঁজে পাওয়া যায়। বিমানের কোনো নারী যাত্রী এই শিশুর জন্ম দিয়েছেন কি না তা জানতেই নারীদের কাপড় খুলে শারীরিক অবস্থার তল্লাশি নেওয়া হয়।

কাতার পরে ক্ষমা চায় এবং বিমানবন্দরের ১জন কর্মকর্তাকে স্থগিত কারাদণ্ড দেওয়া হয়। তবে হয়রানির শিকার এতে সন্তষ্ট হননি নারীরা। তারা বলছেন, এতদিন তাদের মামলা গ্রহণ করা হয়নি। তাদের আইনজীবী জানিয়েছেন, তারা কাতারের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা চান।

এবিসিবি/এমআই

Translate »