Type to search

কমিউনিটি

ইতালি মহান বিজয় দিবসে সুবর্ণজয়ন্তী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালন করেছে ইতালি আওয়ামী লীগ। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে বিজয় উদযাপনের এই মাহেন্দ্রক্ষণ শুরু হয়। ২টি পর্বের আয়োজনে প্রথমেই রাজধানী রোমের সঞ্চারী সঙ্গীতায়নের শিশু ও কিশোরীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ও নৃত্য পরিবেশন করে।

এরপরেই ২য় পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে শুরু হয় আলোচনা সভা। ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসাবে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া, বিশেষ  অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন, আব্দুর রব ফকিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক ও ভৌগলিক বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে লাল সবুজের পতাকা উড়িয়ে ছিল এই দিনে। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নয় মাস যুদ্ধের শেষে এই বিজয়। বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসাবে প্রতিষ্ঠিত করার স্বপ্নই ছিল বঙ্গবন্ধুর। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছেন তার পিতার সেই সোনার বাংলার সুফল আজ প্রতিটি মানুষের ঘরে ঘরে। এই মহান বিজয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে ধরে  রাখতে হবে।

এবিসিবি/এমআই

Translate »