Type to search

কমিউনিটি

ইতালির ভেনিস বাংলা স্কুল’র ১৭ বছর পূর্তি উৎসব

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধিঃ ইতালির ভেনিস বাংলা স্কুল’র ১৭ বছর পূর্তি উৎসবে মেতেছিলো অভিবাসী বাংলাদেশিরা। কমিউনিটির সুধীজন থেকে শুরু করে সব স্তরের মানুষের মিলন মেলা বসেছিলো গত কাল মেস্ত্রের স্থানীয় একটি হলে।

বাংলা স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা এসেছিলেন উৎসবি আমেজে। সবাই সেজেছিলেন বাহারি পোষাকে। শিশুদের উৎসাহ উদ্দিপনায় গোটা উৎসব যেনো রঙ্গিন হয়ে উঠেছিলো।

ভেনিস বাংলা স্কুলের অভিভাবকদের নিয়ে আসা দেশি পিঠাপুলির পরশ সাজানো হয়েছিলো উপস্থিত সবার জন্য।

স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বক্তৃতা রাখেন, কম্যুনিটির নেতৃবৃন্দ। বাংলা স্কুলের ১৭ বছরের ইতিহাস তুলে ধরেন সিনিয়র সহসভাপতি এমডি আকতার উদ্দিন।

সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবীর উপস্থাপনায় কুরআন থেকে তিলাওয়াত এবং কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়।

নাচে গানে মাতিয়ে তোলেন বাংলা স্কুল শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পলাশ রহমান, নাসির উদ্দীন পান্না, হান্নান মিয়া, রুনু আক্তার, জাকির হোসেন সুমন, মোহাম্মাদ উল্লাহ সোহেল, সুরাইয়া আক্তার, আসিক পলস্, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি, সোহানুর রহমান উজ্জল, শহিদুল ইসলাম সুজন, ফকরুল চৌধুরী, সুমন সরকার, আফাই আলী, রিয়াজুর ইসলাম, কামরুজ্জামান উজ্জ্বল, লিটন মিয়াসহ অনেকে।

আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইতালিয়ান স্কুলের শিক্ষীকাসহ মিডিয়া কর্মীবৃন্দ।

এবিসিবি/এমআই

Translate »