Type to search

কমিউনিটি

ইতালিতে পাসপোর্ট পরিবর্তনের আবেদনের শেষ সময় ২৮ এপ্রিল

আগামী ২৮ এপ্রিলের পর পাসপোর্টের নাম পরিবর্তনের আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান জানিয়েছেন। তিনি জানান, সরকারি আইন মেনেই আমাদের কাজ করতে হচ্ছে।

রোম দূতাবাসে পাসপোর্ট সমস্যাসহ অন্যান্য বিষয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানের সঙ্গে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এবং বাংলা প্রেস ক্লাব ইতালির সাথে এক আনুষ্ঠানিক বৈঠক তিনি একথা বলেন।

রাষ্ট্রদূত জানান, সরকারী বিধি মোতাবেক কিছু সংশোধনের জন্য আবেদনপত্র গ্রহণ করে থাকি আমরা। কিন্তু ৫ বছরের অধিক সময়ের কোনো পরিবর্তন গ্রহণ করা হয় না। তাও চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম বলবত থাকবে। সরকার সময়সীমা না বাড়ালে ওই তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ, সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন,  তথ্য ও গবেষণা সম্পাদক জুমানা মাহমুদ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, সদস্য হাসান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।

এবিসিবি/এমআই

Translate »