ব্রিটেনে নতুন সহায়তা বিল
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইল্যান্ডে আবারও লকডাউন দেওয়া হয়েছে। রোগীদের চাপে হাসপাতালগুলো অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতির মুথে পড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ৪৬০ কোটি পাউন্ডের সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
দেশটির অর্থমন্ত্রী বলেছেন, ৬৩০ কোটি সমমূল্যের এ সহায়তা সামনের দিনগুলোয় ব্যবসা পরিচালনা করতে সহায়তা করবে। একই সঙ্গে কর্মসংস্থান টিকিয়ে রাখতে সাহায্য করবে। খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে আতিথেয়তা অবকাশ নিয়ে কাজ করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য আগামী কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠান প্রতি ৯ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
এ ছাড়াও অন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ৫৯ কোটি ৪০ লাখ ডলার ভাগ করে দেওয়া হবে। গত বছরের শুরুতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন ঘোষণা দেওয়া হয়। ইতোমধ্যে ব্রিটিশ সরকার বিলিয়ন বিলিয়ন পাউন্ডের ঘোষণা দেয়। দেশটির কেন্দ্রীয় ব্যাংক বিধ্বংস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য প্রচুর পরিমাণ নগদ অর্থ সরবরাহ করেছে। আর সেই অর্থের সুদের হার শূন্য দশমিক ১ শতাংশে নামিয়ে এনেছে।