১ থেকে ৫ জানুয়ারি ডাচ্-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে
ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করতে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পাঁচ দিন ডাচ্-বাংলা ব্যাংকের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাওয়া যাবে না। একই সঙ্গে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে।
বুধবার জারি করা কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ্-বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় যেমন লেনদেন করতে পারবেন না, তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না। এ ছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে। তবে এই বন্ধের মধ্যে আগামী ৩ ও ৪ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক। এ কারণে ব্যাংক লেনদেন বন্ধ থাকবে ১, ২ ও ৫ জানুয়ারি এই তিন দিন। এজেন্ট ব্যাংকিং লেনদেন ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে, ৩ ও ৪ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক মিলিয়ে তিন দিন বন্ধ থাকবে।
কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করতে ব্যাংক বন্ধ রাখার বিষয়ে ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়। তার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সম্মতি দিয়ে ওই সার্কুলার জারি করেছে।
-যুগান্তর